নিজস্ব প্রতিবেদক
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে ভারত। একই সময়ে বসুন্ধরা কিংস অ্যারেনায় মিয়ানমারের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ খেলবে আফগানিস্তান। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর। তবে ভারত ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।
জানা গেছে, প্রীতি ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে খেলবেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারা। ম্যাচটি মাঠে গড়াবে রাত ৮টায়।
আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে কিছুটা শঙ্কটে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একই সময়ে জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা আর্চারির এশিয়ান চ্যাম্পিয়নশিপ। ৮-১৪ নভেম্বর পর্যন্ত হওয়া এই প্রতিযোগিতায় ৩০টির বেশি দেশ অংশ নেবে।
একই সময়ে জাতীয় স্টেডিয়ামে আর্চারির প্রতিযোগিতা থাকায় বিষয়টি কিছুটা সাংঘর্ষিক। তবে দুই পক্ষ আলোচনায় বসে সমঝোতার পথ খুঁজে নেওয়ার কথা জানিয়েছে।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস বলেন, ম্যাচের অনেক দিন বাকি। এর মধ্যে আমরা আর্চারি ফেডারেশনের সঙ্গে বসে একটা সুন্দর সমাধানের পথ বের খুঁজে নেব।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, আমরা জাতীয় স্টেডিয়ামেই এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। সেদিন যদি ফুটবলের ম্যাচ থাকে আমরা চাইব একটু আগেভাগে খেলা শেষ করতে। বিকেলের মধ্যে স্টেডিয়াম খালি করে দিলে বাফুফে রাতে ম্যাচ আয়োজন করতে পারবে।










Discussion about this post