কুদরাত-ই-খোদা:
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অফ স্টেট, ডোনাল্ড লু ১৪ই সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন।
ওয়াশিংটন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, ডোনাল্ড লুর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস সহ পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন।
খোঁজ–খবর নিয়ে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন সরকারকে জরুরী আর্থিক সহায়তা দেবে। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনা বিষয়ে মার্কিন কারিগরি সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
জানা গেছে, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা-ব্যক্তিদের সাথে আলোচনা করবেন ডোনাল্ড লু।
প্রসঙ্গত উল্লেখ্য যে, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর, এটাই ডোনাল্ড লুর প্রথম বাংলাদেশ সফর। এর পূর্বে তিনি গত বছর ৭ই জানুয়ারির পূর্বে নির্বাচনের বিষয়ে বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেন।
Discussion about this post