প্রতিনিধি:
রোববার (১৬ নভেম্বর) ভোর থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন।
বাসস্ট্যান্ডের উত্তর পাশে ও অন্যান্য স্থানে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি অংশে সাত–আটটি স্থানে গাছ কেটে ফেলে রাখা হয়েছে। তিনি আরও জানান, এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। “আমি ঘটনাস্থলে চারটি ককটেলের অবশিষ্টাংশ দেখতে পেয়েছি। তবে কোথাও কোনো বিক্ষোভ বা অবরোধ কর্মসূচির উপস্থিতি পাইনি,” তিনি উল্লেখ করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে গাছ অপসারণ এবং নাশকতা মোকাবিলায় উদ্ধারকাজ শুরু করেছেন। ডাসারের অংশে গাছ সরানো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কালকিনির অংশে বড় গাছ পড়ে থাকায় কিছুটা সময় লাগছে। দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান ওসি।










Discussion about this post