পটুয়াখালী প্রতিনিধি
‘চলতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া ভয়ংকর আকার ধারণ করেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে আপনার সরকার কী ব্যবস্থা নিয়েছে? আপনার সরকার এসব দিকে নজর না দিয়ে শেখ হাসিনার মতো গোপনে চুক্তি করছে। বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করা জন্য তো আপনাকে ক্ষমতায় বসানো হয়নি।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন।
রোববার পটুয়াখালীর এক অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, ‘মানুষ বাঁচতে চায়, দুই বেলা খাবারের নিশ্চয়তা চায়। আপনার সেদিকে নজর নেই। বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। কৃষকেরা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। কেউ চাল কিনলে আলু কিনতে পারছে না। নিম্ন আয়ের মানুষ ও কৃষককে বাঁচিয়ে জনবান্ধব সরকারের পরিচয় দিন।’
রুহুল কবির রিজভী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বিদ্যুৎ কোম্পানি আদানির সঙ্গে চুক্তি করেছিলেন ভারত যাতে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখে। শেখ হাসিনা দেশের স্বার্থে কোনো চুক্তি করেননি। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সঙ্গে বহু গোপন চুক্তি করেছেন। এখন দেখি ডক্টর ইউনূস সাহেবের আমল। দেশের স্বার্থে বিদেশি কোম্পানির সঙ্গে অবশ্যই চুক্তি হবে। কিন্তু দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে দুর্বল করে দিতে তো কোনো চুক্তি হতে পারে না।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘এখন শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি কোম্পানির হাতে দেওয়া হয়েছে। তাহলে কাদের সঙ্গে চুক্তি করেছেন? কীভাবে শর্তগুলো করা হয়েছে? এগুলো দেশের মানুষের অবশ্যই জানার অধিকার আছে। এসব তৎকালীন সরকার শেখ হাসিনাও গোপনে করতেন। এসব গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর, নদীবন্দর যদি বিদেশির হাতে চলে যায়, তাহলে তো দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।’
বিএনপির নেতারা জানান, পটুয়াখালী সদর উপজেলার এক গ্রামে অসচ্ছল আবদুল গনি জমাদ্দার (৭০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৫০) দীর্ঘদিন ধরে অনাহারে–অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর অসচ্ছল ওই পরিবারের পাশে দাঁড়াতে রুহুল কবির রিজভীকে পটুয়াখালীতে পাঠান।
এ সময় রিজভীর সঙ্গে, ‘আমরা বিএনপি পরিবার’–এর আহ্বায়ক আতিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৭.
=================সারাদেশ নিউজ================
২.










Discussion about this post