নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় ইউনিভার্সিটি তুন আব্দুল রাজ্জাক (ইউনিরাজ্জাক) এবং নূর ট্র্যাভেল করপোরেশন (এনটিসি) এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নূর ট্র্যাভেল করপোরেশনের সিইও আবু মুসা মো. আয়াতুল্লাহ এবং ইউনিরাজ্জাকের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক উই মা লিং বৈঠকে অংশ নেন।
বৈঠকে ২০২৬ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সুবিধা প্রদান, দ্রুত অফার লেটার ইস্যু, দ্রুততম ভিসা প্রসেসিং এবং টিউশন ফি–সংক্রান্ত সার্বিক প্রক্রিয়া সহজীকরণ নিয়ে আলোচনা হয়। দুই প্রতিষ্ঠানই এসব বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে।
বর্তমানে ইউনিভার্সিটি তুন আব্দুল রাজ্জাক (ইউনিরাজ্জাক) দক্ষিণ-পূর্ব এশিয়ান ইউনিভার্সিটি র্যাংকিংস–সাউথ ইস্টার্ন এশিয়া তালিকায় বিশ্ববিদ্যালয়টি ১৩৯তম অবস্থানে রয়েছে। এছাড়া গবেষণার গুণগত মান বিবেচনায় মালয়েশিয়ার সর্বোচ্চ গবেষণা মূল্যায়ন সূচক মালয়েশিয়া রিসার্চ এসেসমেন্ট (মাইরা)-তে প্রতিষ্ঠানটি ৪ স্টার এওয়ার্ড অর্জন করেছে।
নূর ট্র্যাভেল করপোরেশন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির সিইও আবু মুসা মো. আয়াতুল্লাহ আশা প্রকাশ করেন যে, ইউনিরাজ্জাকের সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়াশোনা আরও সহজ ও সুযোগসম্পন্ন করে তুলবে।
বৈঠক শেষে উভয় পক্ষই ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন










Discussion about this post