মাসুদ রানা :
স্পোর্টস ফর হোপ এন্ড ইন্ডিপেনডেন্স (শি) ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায়
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অ্যাম্পিউটি ফুটবল লিগ ২০২৫।
এবারের লিগ শিরোপা জিতেছে ছেলেদের বিভাগে স্যার জগদীশ চন্দ্র বসু আ্যাম্পিউটি ফুটবল দল (১-০)। জয়সূচক গোলটি করেন মোঃ হিরা। রানার্স আপ হয়েছে মোনেম মুন্না অ্যাম্পিউটি ফূটবল দল।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন অংশ হিসেবে গত সোমবার ও মঙ্গলবার আসাদ গেট সংলগ্ন প্রতিবন্ধী মাঠে অ্যাম্পিউটি ফুটবল লিগের খেলা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে মেয়েদের বিভাগে শিরোপা জিতেছে সুফিয়া কামাল অ্যাম্পিউটি ফুটবল দল (১-০)।
রানার্স আপ হয়েছে বেগম রোকেয়া অ্যাম্পিউটি ফুটবল দল। ফাইনালে জয়সূচক গোলটি করেন সুফিয়া কামাল দলের সাহিদা আকতার। ম্যচ সেরা হন সাহিদা আকতার।

অন্যদিকে ছেলেদের ফাইনালে ম্যাচে সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষক হয়েছেন জগদীশ চন্দ্র বসু দলের মোঃ সাইম।
লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রানাস আপ মোনেম মুন্না দলের স্ট্রাইকার মকবুল হোসেন।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন – প্রধান অতিথি মেরুল গোমেজ, জাতীয় পুরস্কাপ্রপ্ত খেলোয়াড়, মিস শারমিন ফারহানা চৌধুরী , প্রতিষ্ঠাতা সভাপতি , স্পোর্টস ফর হোপ এন্ড ইনডিপেনডেন্স (শি),
মোঃ আতিকুল ইসলাম, এডমিন টিম লিডার (ডি ক্যাথলন), কাজী ইমদাদুল হক (ডিজ্যাবিলিটি ইনক্লুসন এডভাইজার, আইসিআরসি), পাপ্পু লাল মদক (হেড অব স্পোর্টস ফর ডেভলাপমেন্ট, শি।
লিগের সবগুলো খেলা অনুষ্ঠিত হয় রাজধানীর সংসদ ভবনের আসাদ গেটস্থ প্রতিবন্ধী খেলা মাঠে।
ফাইনালে চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন মোঃ আনোয়ার হোনেন ও রানার্স আপ দলের কোচ ছিলেন আরিফ বিল্লা।
খেলায় রেফারির দায়ীত্ব পালন করেন হুমায়ুন কবীর খোকন ও মোঃ নয়ন মিয়া।
লিগে ছেলেদের অন্য দলগুলো হলো কবি নজরুল ইসলাম অ্যাম্পিউটি ফুটবল দল ও শেরে বাংলা এ কে ফজলুল হক অ্যাম্পিউটি ফুটবল দল।
উল্যেখ, অ্যাম্পিউটি ফুটবল লিগ আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া উদ্যোগ। যার লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিযোগিতামূলক কাজে নিয়োজিত রাখে তাদের সক্ষমতা ও সাফল্যকে জাতির সামনে তূলে ধরা।
সিএনএস //এলএইচ//










Discussion about this post