প্রবাস ডেস্ক
উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যের লন্ডনে আসার এক বছরের মাথায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় থেমে গেল নাফিজুল হক শাকিল নামের বাংলাদেশি শিক্ষার্থীর স্বপ্ন।
সোমবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নাফিজুল হক শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম গ্রামের বাসিন্দা ফজলুল হকের বড় ছেলে। তিনি লন্ডন সাউথব্যাংক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য সাইকেল চালিয়ে ফুড ডেলিভারির খণ্ডকালীন কাজ করতেন তিনি।
নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত বুধবার ১৪ জানুয়ারি পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন শাকিল। এ সময় একটি প্রাইভেট কারের পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ গাড়িটির দরজা খুলে যায়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকলরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নেয়া হয় রয়্যাল লন্ডন হাসপাতালে। সেখানে ট্রমা বিভাগে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।










Discussion about this post