নিজস্ব প্রতিবেদক
গত ১৭ বছর আমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি, ১১বার জেল খেটেছি` বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ভাউরিভিটা এলাকায় ইলেকশন ক্যাম্পেইনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিগত চার বার জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, আমরা বাবু বাজার বৃজ, ওয়াশপুর-বসিলা বৃজ, ইটাভাড়া বৃজ করেছি। এই ভাউরভিটিসহ পুরো কেরানীগঞ্জে বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাট করেছি, সকল কিছু আমরা করেছি। অতএব জনগণের প্রত্যাশা আমরা পূরণ করেছি।
আমান বলেন, গত ১৭ বছর আমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি, ১১বার জেল খেটেছি। নির্যাতন নিপিড়ন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেলে খেটেছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন ঘুম হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা শহীদ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে, আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে।
তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা আবার সুযোগ করে দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন। অতীতে আপনারা আমাকে যেভাবে সমর্থন করেছেন, ঠিক তেমনি ভাবে আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে, আমাকে কাজ করার সুযোগ দিবেন, সেবা করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ।
এ সময় তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, ঢাকা-২ (কেরানীগঞ্জ-সাভার আংশিক) আসনেকে সন্ত্রাস মুক্ত করবো, মাদক মুক্ত করবো, চাঁদাবাজ মুক্ত করবো, ভূমি দখল মুক্ত করবো। শান্তির নীড় হিসেবে ঢাকা-২ আসনকে একটি আধুনিক শহর রূপে গড়ে তুলবো।










Discussion about this post