আন্তর্জাতিক ডেস্ক
চীনের দক্ষিণাঞ্চলে একটি আউটডোর স্পোর্টস সেন্টারের মাঠে শরীরচর্চারত জনতার ওপর উঠে গেল গাড়ি। আকস্মিক এমন ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১২ নভেম্বর) রাতের দিকে ঘটে এমন দুর্ঘটনা।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রাত ৮টার দিকে দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের ঝুহাই স্পোর্টস সেন্টারে শরীরচর্চারত নাগরিকদের ওপর গাড়িটি উঠে গেলে ৪০ জনেরও বেশি আহত হয়। পরে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
বিবৃতিতে বলা হয়, ৬২ বছর বয়সী গাড়িচালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে।
ঘটনার পর অনলাইনে প্রকাশিত সর্ট ভিডিওতে দেখা যায়, আশপাশের মাঠে আহত হয়ে শুয়ে আছেন অনেক মানুষ। জুতাগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আহতদের মধ্যে অনেকেই স্থানীয় দুটি ফিটনেস ওয়াকিং গ্রুপের ইউনিফর্মসহ ক্রীড়া পোশাকেও ছিলেন।
চীনা সংবাদমাধ্যম কাইক্সিন জানিয়েছে, গাড়িটি একাধিক শরিরচর্চারত গ্রুপের সঙ্গে ধাক্কা খায়। যাদের মধ্যে বেশিরভাগই মধ্যবয়সী ও বৃদ্ধ। তাদের মধ্যে কিশোর ও শিশুরাও রয়েছে।
১৪০ কোটি মানুষের দেশ চীনে সহিংস অপরাধের হার কম। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে স্কুলের শিশুসহ জনসাধারণ লক্ষ্য করে এলোপাতাড়ি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
Discussion about this post