নিজস্ব প্রতিবদেক:
রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়েছে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করেছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ৫টা ৪২ মিনিটে এই দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, শনিবার বিকেল ৫টা ৪২ মিনিটে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া বাজারের সামনে আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। পরে খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে এবং উদ্ধার পরিচালনা করছে।
Discussion about this post