আন্তর্জাতিক ডেস্ক
ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদন বলছে, সংসদ সদস্যরা তাঁর বিরুদ্ধে প্রস্তাবের সমর্থনে অপ্রতিরোধ্যভাবে ভোট দিয়েছেন।
এমানুয়েল মাখোঁ কর্তৃক নিযুক্ত হওয়ার মাত্র তিন মাস পরই সরে যেতে হলো প্রধানমন্ত্রী বার্নিয়েকে। ১৯৬২ সালের পর প্রথমবারের মতো অনাস্থা ভোটে দেশটির সরকার পতন হলো।
বুধবারের এ ভোটে সংসদ সদস্যদের হয় ‘হ্যাঁ’ ভোট দিতে হতো বা ভোটদান থেকে বিরত থাকতে হতো। অনাস্থা প্রস্তাবটি পাসের জন্য ২৮৮ ভোট প্রয়োজন ছিল। তবে মোট ৩৩১ জন এই প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছেন।
৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। দায়িত্ব নেয়ার পর থেকেই বেশ রাজনৈতিক সংকটের মুখে পড়তে হয় তাঁকে।
পরবর্তী জাতীয় বাজেট পাস করানো নিয়ে সংকট বাড়ে আরও। এরই ধারাবাহিকতায় বিরোধী আইনপ্রণেতারা পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনেন।
এমানুয়েল মাখোঁর উত্তরসূরি বেছে নেয়ার সময়ের আগপর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারবেন মিশেল বার্নিয়ে।
Discussion about this post