ক্রীড়া প্রতিবেদক :
টানা তৃতীয় জয় পেল চীনে অনুষ্ঠিত এশিয়ান বাছাইপর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দল। এর আগে বাংলাদেশ তিমুরকে ৫-০ এবং ব্রুনাইকে ৮-০ গোলে হারিয়েছে।
২৬ নভেম্বর বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের যুবারা। ম্যাচে লিড নিতে অপেক্ষা ২৪ মিনিটের। আরিফের ক্রস থেকে ইকরামুল দারুণ হেডে শুভ সূচনা। পাঁচ মিনিটের ব্যবধানে নাম্বার নাইন মানিক ম্যাজিক, ব্যবধান দ্বিগুন করেন অপুর থ্রু বল থেকে। এরপর ম্যাচে ফেরার চেস্টা প্রতিপক্ষ শ্রীলঙ্কার।
বিরতির আগে সে চেষ্টায় অবশ্য ব্যর্থ লায়নরা। বিরতি থেকে ফিরে রিফাত-ফয়সাল জুটির বোঝাপোড়ায় আশে তৃতীয় গোল। ম্যাচের বয়স যখন ৬৪ মিনিট, তখন ফরোয়ার্ড রিফাত কাজীর পাসে ঠান্ডা মাথার ফিনিশিং অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের। এরপর আরও একবার বায়েজিত বোস্তামি শো। বদলি নেমে এই ম্যাচেও করলেন গোল।
ম্যাচের শেষ মিনিটে তার দূরপাল্লার শট থেকে ব্যবধান ৪-০ করে বাংলাদেশ। যোগ করা সময়ে আরও একগোল যোগ করে লাল সবুজের যুবারা। দলের পঞ্চম আর নিজের দ্বিতীয় গোলটিও দূরপাল্লার শট থেকে। যেখানে অবদান অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের










Discussion about this post