মাসুদ রানা:
ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আসন্ন ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নিতে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
শনিবার (১৮ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
মিরপুরের এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। সবশেষ আফগানিস্তান সিরিজে তানজিদ তামিম ভালো করতে পারেননি। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে ওপেনিংয়ে সাইফের সঙ্গে সৌম্যকেই দেখা যেতে পারে।
তিনে নাজমুল হোসেন শান্ত, চারে তাওহীদ হৃদয়, পাঁচে অনিশ্চিতভাবেই জায়গা করে নেবে মেহেদী হাসান মিরাজ। ছয়ে নুরুল হাসান সোহান এবং সাতে দেখা যেতে পারে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন।কারণ, বেশ কিছুদিন ধরেই ছন্দে নেই জাকের আলী। যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তাই সাতে অঙ্কনের পরীক্ষা নিতে পারে টাইগার ম্যানেজমেন্ট।
এদিনে মিরপুরে খেলা হওয়ায় উইকেট নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিবারের মতো এবারেও ক্যারিবিয়ানদের স্পিন দিয়ে কাবু করতে চাইবে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে মিরপুরে অনুষ্ঠিত হওয়া ওয়ানডের পিচ তৈরি করছেন টনি হেমিং। সবাইকে চমকে দিয়ে কালো পিচ তৈরি করেছেন তিনি।
তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন স্পিনার একাদশে রাখতে চাইবে বাংলাদেশ। তাই মিরাজের সঙ্গে দেখা যেতে পারে তানভীর ইসলাম ও রিশাদ হোসেনকে। ব্যাটিংয়ে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। আর দুই পেসার মধ্যে এগিয়ে রয়েছে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
সিএনএস//এল//
Discussion about this post