নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জ মডেল থানা এলাকার ভাগনা ও পূর্ব চরাইল এলাকায় রাজউক উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক মোবাইল কোর্ট পরিচালনা করে বেশ কয়টি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিয়েছে । সেই সঙ্গে ভবনগুলোর বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুতের ১৫টি মিটার জব্দ করা হয়।
আজ দুপুরে (২ সেপ্টেম্বর) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় রাজউকের অনুমোদিত নকশাবিহীন ও নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ করায় নির্মাণাধীন ভবনের নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে ভবনগুলোর ভবন মালিক নিজ দায়িত্বে নকশাবহির্ভূত বর্ধিত স্থাপনার অংশ ভেঙে অপসারণে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টেম্প এ অঙ্গীকারনামা দেন।
রাজউকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, যে সকল নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়েছে। ভবনগুলোর নির্মাণকাজে রাজউকের নকশা ছাড়া ও নকশার ব্যত্যয় ঘটানোসহ বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। তাই আপাতত ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। এছাড়া নকশাবহির্ভূত স্থাপনা অপসারণসহ বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে।
এসময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন জোন ৭/২ এর অথরাইজ অফিসার সাঈদা ইসলাম , ইমারত পরিদর্শক শামসুল, ইমারত পরিদর্শক মো: রাফিউল আলম, ইমারত পরিদর্শক সাহিদা শারমিন ও রানীগঞ্জ মডেল থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগন।
Discussion about this post