নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনসহ সাত সদস্যের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি পদের সকল প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদের একজন বাদে বাকি সকল প্রার্থী নির্বাচন স্থগিতের জন্য লিখিত আবেদন করেছিলেন। অধিকাংশ প্রার্থীর এমন গণ-আবেদনের প্রেক্ষিতে ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় পরিচালনা কমিটি।
বিজ্ঞপ্তিতে প্রার্থীরা স্থগিতের পেছনে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করেছেন বলে জানানো হয়েছে। তবে এই সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, বিরাজমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
স্থগিত হওয়া এই নির্বাচনের পরবর্তী তারিখ বা কর্মপরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। পরিচালনা কমিটি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে যথাসময়ে নির্বাচনের নতুন সময়সূচি ও পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী অন্য সদস্যরা হলেন— মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ এবং আ বা ম ছালাউদ্দিন। জাতীয় প্রেস ক্লাবের এই নির্বাচন ঘিরে সাংবাদিক মহলে ব্যাপক উৎসাহ থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেখানে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে।










Discussion about this post