নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।
দলটির পক্ষ থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বিএনপি জানায়, “জাতীয় পার্টির কার্যালয়ে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ জুলাই গণঅভ্যুত্থানের পর জনমনে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশাকে বিভ্রান্ত ও হতাশ করবে। এ ঘটনা গণতন্ত্র ও জুলাই চেতনার পরিপন্থী।”
এতে আরও বলা হয়, ভিন্নমত থাকতেই পারে, তবে শক্তি প্রয়োগের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করা স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। জাতীয় পার্টির কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তির হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিএনপি তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা অপরিহার্য। কোনো দলের সাংগঠনিক কার্যক্রম বা টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছার ওপর, হুমকি-হামলা বা সহিংসতার মাধ্যমে কোনো দলের কার্যক্রম থামিয়ে দেওয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।
Discussion about this post