ঢাকা জেলা প্রতিনিধি:
ডাঃ সামসুদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন ও ডাঃ সামসুদ্দিন আহম্মেদ প্রবীণসেবা ঘর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা
এবিএম আসাদুজ্জমান স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারী) ঢাকার নবাবগঞ্জে স্মরণ সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এবিএম আসাদুজ্জমান এর বড় ছেলে রাশেদুজ্জামান রুবেল দেশবাসীর কাছে উক্ত প্রবীণ সেবা ঘর ও তার পরিবারে সকল সদস্যের জন্য দোয়া কামনা করেন এবং প্রবীন সেবা ঘরের জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
প্রবীণসেবা ঘর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এবিএম আসাদুজ্জমান বার্ধক্য জনিত কারনে গতবছরের ১১ জানুয়ারী রাজধানীর নয়াটোলা, চেয়ারম্যান গলির নিজস্ব বাসভবনে মারা যান। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮১ বছর।
মৃত্যুর পূর্বে বীর মুক্তিযোদ্ধা এবিএম আসাদুজ্জমান সমাজের সুবিধাবঞ্চিত প্রবীণদের জন্য নিজ পৈতিক ভিটা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় কাউনিয়াকান্দি গ্রামে প্রায় দুই বিঘা জায়গার উপর একটি প্রবীণ সেবা ঘর প্রতিষ্ঠা করেন। এখানে সমাজের প্রায় ২০০ জন সুবিধাবঞ্চিত প্রবীণকে বিনামূল্যে থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।
ভবিষ্যতে প্রবীণ সেবা ঘর এর পাশাপাশি একটি এতিমখানা প্রতিষ্ঠা করারও পরিকল্পনা রয়েছে। পরিবারের পক্ষ হতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করা হয়।










Discussion about this post