আনোয়ার হোসেন :
দেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করলো। এন্ডুরেন্স স্পোর্টসের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঞ্চস্থ হলো স্টেডিয়াম ভিত্তিক আল্ট্রা দৌড় ২০২৫’। গত ২৬ ডিসেম্বর ভোর ৬ ঘটিকায় শুরু হয়ে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় পর্দা নামে এই আয়োজনের।
‘শ্বাসযোগ্য ঢাকার জন্য দৌড়’ এই শক্তিশালী বার্তাকে সামনে রেখে আয়োজিত এই ইভেন্টে ৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ৬ ঘণ্টা এই চারটি ক্যাটাগরিতে অংশ নেন দেশি-বিদেশি ৩৫০-এর বেশি দৌড়বিদ। বিভিন্ন বয়স ও পেশার প্রতিযোগিদের উপস্থিতিতে পুরো স্টেডিয়ামজুড়ে তৈরি হয় এক অন্যান্য আবহ। দিনের আলোর পাশাপাশি রাতে ফ্লাড লাইটের নিয়ন আলোতেও ৩৬ ঘণ্টাব্যাপী নিরবিচ্ছিন্ন চলে এই প্রতিযোগিতা।
৩৬ ঘন্টাতে এবাদ উল্লাহ (পুরুষ), সিফাত ফাহমিদা ইতি (নারী); ২৪ ঘন্টাতে সৈয়দ মো: আলিফ (পুরুষ) এবং নুরুন্নাহার বেগম নিম্নি (নারী); ১২ ঘন্টাতে মো: আল আমিন (পুরুষ) এবং নোশিন শারমিলি শুচি (নারী); এবং ৬ ঘন্টাতে তাপস কুমার মজুমদার (পুরুষ) এবং তামান্না আফরিন মিতুল (নারী) শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন। এছাড়াও এই রেসে রচিত হয়েছে কোন বাংলাদেশির দীর্ঘতম দৌড়ের রেকর্ড ২৩৩ কিমি, যা গড়েছেন এবাদ উল্লাহ।

রেস ডিরেক্টর ফরহান জামান তাঁর বক্তব্যে বলেন, ‘ভেতো বাঙালি বলে কটাক্ষের শিকার বাংলাদেশিদের সামর্থ্যের প্রমান বিশ্ব দরবারে দিতে আমরা এবছরের শুরুতে করেছি ২০০ কিমি, আর এবার ৩৬ ঘন্টা দৌড়ের আয়োজন। স্টেডিয়ামের ৪০০ মিটারের এই লাল ট্র্যাকে প্রতিটি ল্যাপে আমরা দেখেছি বাংলাদেশিদের সীমা ভাঙার গল্প। এই আয়োজন প্রমাণ করেছে, বাংলাদেশ এন্ডুরেন্স স্পোর্টসের জন্য প্রস্তুত।’
এই ঐতিহাসিক আয়োজনের উদ্যোক্তা ছিল বাংলাদেশের প্রথম ২০০ কিলোমিটার আল্ট্রা দৌড় আয়োজনকারী স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল আলট্রা বাংলাদেশ, আর সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ছিল বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। এই জমকালো আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেছেন ইগলু আইসক্রিম, বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান – বাটা, মোনালিসা স্যানিটারী ন্যাপকিন, আস্থা ফিড, ভোল্টেজ ইলেক্ট্রোলাইট ড্রিংক, কোকাকোলা বাংলাদেশ ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান দৌড়বিদের মাঝে পদক ও স্মারক ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম বলেন, ‘জাতীয় ক্রীড়াঙ্গনের জন্য এই দুটি দিন একটি মাইলফলক। আমাদের তরুনরা প্রমাণ করেছে আমরা এধরণের অতি-দীর্ঘ দূরত্বের দৌড়ের জন্য প্রস্তুত। এমন আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বব্যাপী এন্ডুরেন্স স্পোর্টসের জগতে মানুষ নতুনভাবে চিনবে বলে আমাদের বিশ্বাস’।
আয়োজক সংগঠন কোস্টাল আলট্রা বাংলাদেশ এর হেড অব ইভেন্টস ফজলুল হক রাসেল বলেন, ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫ সহনশীলতা, পরিবেশ সচেতনতা ও নগর জীবনের প্রতি দায়বদ্ধতার এক সম্মিলিত উচ্চারণ। এই আয়োজন বাংলাদেশের এন্ডুরেন্স স্পোর্টসের মানচিত্রে নতুন এক মাইলফলক হয়ে থাকবে’।
সংগঠনটির কোর্ডিনেটর সুফি মোহাম্মদ সেলিম রেজা বলেন, ‘পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে আমরা বাংলাদেশের এন্ডুরেন্স স্পোর্টসকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আশা করছি ভবিষ্যতেও এধরনের ইভেন্ট আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদ এবং ফেডারশেন আরও সহযোগিতার হাত সম্প্রসারিত করবে”।










Discussion about this post