ক্রীড়া প্রতিবেদক :
বিশ্ব অ্যাথলেটিক্সের প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ সরকারের “তারুণ্যের উৎসব” এর সাথে সংহতি রেখে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় “সঠিক পথে ক্রীড়া শক্তিশালী আগামী” শ্লোগানের মাধ্যমে দেশব্যাপী “ক্রীড়া কম্পাস” নামে প্রশিক্ষন কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
এ উপলক্ষে রবিবার জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এ আয়োজনকে ঘিরে বিস্তারিত বিবরন তুলে ধরেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও যুগ্ম সম্পাদক ও ক্রীড়া কম্পাসের প্রজেক্ট পরিচালক মোঃ কিতাব আলী।
এই “ক্রীড়া কম্পাস” নামে প্রশিক্ষণ কার্যক্রম প্রাথমিক পর্যায়ে ৮টি প্রকল্পের মাধ্যমে সম্পন্ন করা হবে। ইতিমধ্যে ৪টি বিভাগের ৫টি প্রকল্পের কার্যক্রম শুরু করা হবে, তারমধ্যে খুলনা বিভাগের যশোর জেলায় আগামী ১০-১৬ ডিসেম্বর,২০২৫, সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর আগামী ২০-২৪ ডিসেম্বর,২৫ ও জামালগঞ্জ উপজেলায় ২৭-৩১ ডিসেম্বর,২৫, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলায় আগামী ৫-৯ জানুয়ারি,২০২৬ এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইঘাতি উপজেলায় আগামী ২১-২৫ জানুয়ারি,২০২৬ অনুষ্ঠিত হবে।
সে সাথে দেশব্যাপী প্রথমিক ও উচ্চ বিদ্যালয় থেকে ২০ জন ছেলে ও ২০ জন মেয়েদের কে নিয়ে এ প্রশিক্ষন শুরু হবে। এবার ৯৬ জন পি এ টিচার প্রশিক্ষন পাবে। আর দেশের ৪ বিভাগে মোট ৬৪ স্কুলকে নিয়ে শুরু হবে শিক্ষার্থীদের তাত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষন। যেখানে শিখানো হবে দৌড়, লাফ, নিক্ষেপ ও সুরক্ষানীতি।
অনুষ্ঠানে সম্প্রতি আন্তর্জাতিক অ্যাথলেটিকস এ বিজয়ী খেলোয়াড়দের আর্থিক পুরস্কার প্রদান করা হয়।










Discussion about this post