নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন অভিযোগে অভিযুক্ত দুর্নীতির মহারাণী বিটিভির নির্বাহী প্রযোজক (অনুষ্ঠান) মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে বিচার শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিশেষ কমিটি।
বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক বিশিষ্ট গীতিকার ও সুরকার হাশিম উদ্দিন ও সদস্য সচিব পলাশ সাউয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে এই বিচার কাজ শুরু হয়।
মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে অনুষ্ঠান প্রযোজনায় দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা চুরির অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক,অডিট ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে।
এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক প্রতিবেদন প্রচার ও প্রকাশিত হয়েছে। তাছাড়া কয়েক মাস আগে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিটিভিতে প্রচারিত একটি ব্যঙ্গাত্মক নাটক নিয়ে মাহবুবা ফেরদৌসকে শোকজ পাঠানো হয়েছিল। এই ঘটনায় দুজন অনুষ্ঠান প্রযোজককে বরখাস্ত করা হয়েছিল।
প্রধান উপদেষ্টার দপ্তর, তথ্য উপদেষ্টা ও তথ্য সচিব এবং সকল গণমাধ্যম কর্মীদেরদের সহযোগিতায় এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক বিশিষ্ট গীতিকার ও সুরকার মুক্তিযোদ্ধা হাশিম উদ্দিন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
Discussion about this post