স্পোর্টস ডেস্ক
চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এই আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছে বিসিবি। ইতোমধ্যে দল পেতে ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে।
আবেদন জমা দেওয়ার শেষদিন মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল পর্যন্ত মালিকানা নিতে ৬টি ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি প্রতিষ্ঠান আবেদন করেছে।
জানা গেছে, ইতোমধ্যে গত আসরের তিন ফ্র্যাঞ্চাইজির ভাগ্য নিশ্চিত হয়েছে। তারা হলো- রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস।
ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটির মালিকানার জন্য আবেদন করেছে রিমার্ক হারল্যান। বিপিএলের অন্যতম সেরা দল হিসেবে বিবেচিত রংপুর রাইডার্স থাকছে আগামী আসরেও। তাদের মালিকানায় থাকবে বসুন্ধরা গ্রুপ।
এ ছাড়াও বিপিএলে দেখা যাবে খুলনা টাইগার্সকেও। কয়েক আসরে খেলা মাইনট্রি এবারও আবেদন করেছে। তবে জমা দেওয়া প্রতিষ্ঠানের তালিকায় নেই ফরচুন গ্রুপ। তবে বিপিএলের বরিশালের দল নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাশবাড়ী হোলিডেইজ।
বিপিএলে দল নিতে হলে প্রথম বছরে ২ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে। ২০২৭ সাল থেকে সেটা আরও ১৫ শতাংশ করে বাড়তে থাকবে। সবমিলিয়ে ৫ বছরে একটি ফ্র্যাঞ্চাইজিকে মোট সাড়ে ১৩ কোটি টাকা ফি জমা দিতে হবে।
এ ছাড়া প্রতি আসরের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৬ মাসের জন্য ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বিপিএলের আগামী আসর থেকে ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশের ৩০ শতাংশ শেয়ার করবে বিসিবি।










Discussion about this post