আন্তর্জাতিক ডেস্ক
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যুদ্ধের দিকে এগোচ্ছে। সীমান্তে সেনাদের মধ্যে প্রতিনিয়ত ব্যাপক গোলাগুলি হচ্ছে। এর মধ্যে গত ১ মে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। একদিন পরেই এবার ভয়ংকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইসলামাবাদ।
শনিবার (৩ মে) দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, কাশ্মীরের পেহেলগামে হামলার উত্তেজনার মধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরেরবরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত এবং পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। আবদালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্রটি ‘ইন্ডাস’ সামরিক মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়
পাকিস্তান সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা, ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম এবং উন্নত ম্যানুভারেবিলিটি বৈশিষ্ট্যসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরামিতি যাচাই করা।
Discussion about this post