নিজস্ব প্রতিবেদক
ভারতে পালিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) রাতে দর্শনা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৭ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান বলেন, স্থানীয় দর্শনা থানা ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। চাঁদাবাজির একটি মামলায় সোমবার (২৭ অক্টোবর) তাকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দীর্ঘদিন পলাতক থাকা আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে অর্ধ-ডজনের বেশি মামলা আছে তার বিরুদ্ধে।
এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় আসামি আজিজ। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখাবে ডিবি পুলিশ। বর্তমানে মামলাটি তদন্ত করছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।










Discussion about this post