নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৫টার পর এ ঘটনা ঘটে। তবে, কিছুক্ষণ পরেই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াত আমির।
এরপর আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে ওঠালে তিনি ফের বক্তব্য শুরু করেন। এ সময় তিনি আরও অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। পরে অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই বক্তব্য দিতে থাকেন জামায়াত আমির।
এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারসহ ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু করে জামায়াতে ইসলামী।
সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছে।
এরপর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।
Discussion about this post