ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় শনিবার রাত ১২টার দিকে একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাত ৮টার দিকে ভ্যানটির চালক এটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যান।
“পরে দুষ্কৃতাকারীরা আগুন ধরিয়ে ভ্যানটিকে পুড়িয়ে দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি,” ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন। তিনি আরও জানান, “ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় ঘিরে এসব নাশকতা চালানো হয়েছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ভ্যানটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত বা আহতদের কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে।










Discussion about this post