নিজস্ব প্রতিবেদক
মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। এটি এখন খাঁচার পাশে এক কোনে অবস্থান করছে বলে জানা গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, চিড়িয়াখানার ভেতরেই আছে। তার গতিবিধি লক্ষ্য করে ধরার চেষ্টা করা হচ্ছে।
চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। এটি এখন খাঁচার পাশে এক কোনে অবস্থান করছে। তার চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। পশুটি এমন জায়গায় রয়েছে যে, সেখানে আমাদের লোকজন যেতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। সুযোগ পেলেই পশুটিকে অবশ করার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রেই রয়েছে।’
সিংহটি কীভাবে বেরিয়ে গেল, এ প্রশ্নে তিনি বলেন, হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।
এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।
বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।










Discussion about this post