মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে বিষাক্ত মদপান করে একদিনে চারজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও তিনজন। হঠাৎ একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত একে একে চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। সবাইকে জানাজা শেষে দাফন-কাফন সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কাঠাদিয়ার রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, কাঠাদিয়া গ্রামের মতি বেপারীর বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠানে মদপানের আয়োজন ছিল। সেখানে অতিরিক্ত ও বিষাক্ত মদ পান করার কারণেই একের পর এক মৃত্যু ঘটে।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, “স্থানীয়দের কাছ থেকে শুনেছি, তারা সবাই মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজনের মৃত্যু হয়, আরও কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
এদিকে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, “এমন কোনো ঘটনার বিষয়ে এখনও পুলিশে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আসেনি।”
প্রশ্ন উঠেছে, অবৈধভাবে উৎপাদিত ও বাজারজাত হওয়া এসব বিষাক্ত মদ কীভাবে সহজলভ্য হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে থেকে গেলে এ ধরনের মৃত্যুর ঘটনা আরও বাড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল।
Discussion about this post