নিজস্ব প্রতিবেদক
ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন।
তিনি বলেন, একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ক্ষমতায় যাওয়ার আগে যারা অপকর্মে জড়িয়েছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: জামায়াত আমির
ফেসবুক পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, বনানী চেয়ারম্যানবাড়ি ফ্লাইওভারের সামনে একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন।
ওই পোস্টে আরও বলা হয়, এর ফলে সড়কের বিমানবন্দরগামী অংশে যান চলাচল বন্ধ আছে।










Discussion about this post