নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:
কক্সবাজারের রামুর মনিরঝিল-সোনাইছড়ি সংযোগ সড়কের উপর নির্মিত ডিঙ্গাকাটা সেতুটি পাহাড়ি ঢলে ধসে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।
জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে রামু উপজেলার রাজারকুল-কাউয়ারখোপসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যাতায়াত করে। সেতুটি ভেঙে পড়ার কারণে দু’পাড়ে যান-চলাচল বন্ধ হওয়ায় বিকল্প হিসাবে শহিদুল্লাহ কোম্পানির নেতৃত্বে এলাকাবাসির সার্বিক সহযোগিতায় সোনাইছড়ি খালের উপর অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করে চলাচলের রাস্তা তৈরি করা হয়েছে।
অস্থায়ী কাঠের সেতু ও চলাচলের রাস্তাটি আজ (শনিবার) সকালে উদ্বোধন করেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামশুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবদুল মালেক, সাবেক মেম্বার মোহাম্মদ হোছাইন, কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাছ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে মোনাজাত করা হয় ও মিষ্টি বিতরণ করা হয়।










Discussion about this post