আন্তর্জাতিক ডেস্ক
জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গি হামলা এবং ২৬ পর্যটন খুনের ঘটনার জেরে ভারত-পাকিস্তান সংঘাত চরমে উঠেছে। এরই মাঝে ঘটলো পাকিস্তানের লাহোর বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। খবর আনন্দবাজারের।
শনিবার (২৬ এপ্রিল) লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে।
এটি পাকিস্তানের লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত। অগ্নিকাণ্ডের জেরে বাতিল হয়েছে সমস্ত ফ্লাইট। কোনও বিমান ওঠানামা করছে না লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।
জানা যাচ্ছে, পাক-সেনার একটি বিমান এদিন লাহোর বিমানবন্দরে অবতারণ করছিল। সেই সময়ে বিমানের টায়ারে আগুন ধরে যায়। সেই আগুন বিমানবন্দরে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে দেয় দমকল বাহিনী। এরপর অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের রানওয়ে।
Discussion about this post