নিজস্ব প্রতিবেদক
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সবশেষ তারা মহাখালী রেল ক্রসিং অবরোধ করেছেন। এসময় কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকে দেন শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের অবরোধের ফলে বর্তমানে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে।
Discussion about this post