নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম বলছেন, আমরা একটা পরিবর্তন চাই। এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে। আজকে স্বাধীনতার ৫৩ বছর পার হচ্ছে, কিন্তু অনেক আশা আকাক্সক্ষা নিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণ যে পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তন কি হয়েছে? হত্যা, নৈরাজ্য, জিঘাংসা, গুম, রাহাজানির মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া হয়েছিল। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?
শনিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালীতে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই-আগস্টে পরিবর্তনের জন্য যুবকরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, জেল-জুলুম ভোগ করেছেন। কেউ চোখ হারিয়েছে, আবার কেউ পা হারিয়েছে।যুবকদের আশা আকাংক্ষা ছিল দেশকে পরিবর্তন করা, একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ গঠন করা। যেই বাংলাদেশ গড়ার জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে- আমরা তাদের সেই রক্ত বৃথা যেতে দিতে পারি না। আজ আমাদেরকে শপথ নিতে হবে- বাংলাদেশকে আমরা পরিবর্তন করেই ছাড়বো।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশের ভেতরের শক্তি, বাইরের শক্তি চক্রান্ত করছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত প্রতিনিয়ত চক্রান্ত করে যাচ্ছে।
তিনি ভারতকে সতর্ক করে বলেন, আমরা অত্যন্ত স্পষ্টভাবে করে বলে দিতে চাই, আমাদের চোখ রাঙিয়ে লাভ হবে না। তাদের রক্ত চক্ষুকে আমরা কোনো পরোয়া করি না। আমরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। আমরা আমাদের পরিবর্তন করেই ছাড়বো। আমাদের দেশের পরিবর্তন আমরাই করবো। ওরা আমাদেরকে চেনেনি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তারেক বিন জেয়াদের উত্তরসূরি, আমরা তিতুমীরের উত্তরসূরি, আমরা শরীয়ত উল্লাহ’র উত্তরসূরি। সুতরাং আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। ইনশাআল্লাহ্ জীবন যাবে, রক্ত দেবো তারপরেও এই দেশকে পরিবর্তন করে ছাড়বো। পরিবর্তনের যে ডাক এসেছে, যে সুযোগ এসেছে আসুন আমরা সবাই মিলে সেই পরিবর্তনে সামিল হই। আমরা একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর সমাজ গড়ার প্রত্যয় গ্রহণ করি।
কয়েক লাখ মানুষের এই মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বিশিষ্ট শিল্পপতি আক্কাছ উদ্দিন মোল্লা ও সমাজসেবক আয়ুব হোসেন চুন্নু মিয়া প্রমুখ।
Discussion about this post