স্পোর্টস ডেস্ক
‘আমাদের দিনে যে কোনো দলকে হারাতে পারি’ ভারত ম্যাচের আগে এই বার্তা দিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু মাঠে তার দল প্রমাণ করেছে দিনটা প্রতিপক্ষ দলের হলে কতটা বাজেভাবে হারতে পারে তারা। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এতে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রোহিত শর্মার দল। বিপরীতে হারের বোঝা কাঁধে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হৃদয় ও জাকেরের নৈপুণ্যে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ।
Discussion about this post