মোঃ তানজিনুল ইসলাম তামিম:
এলিনা শাম্মী একজন বাংলাদেশী মডেল, উপস্থাপক, লেখক এবং অভিনেত্রী। ২০১৪ সালে শাহ আলম কিরণ পরিচালিত ৭১ এর মা জননী চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রশিল্পে আত্মপ্রকাশ করেন। তিনি প্রিয়তমা (২০২৩) এবং মুজিব: একটি জাতির রূপকার (২০২৩) চলচ্চিত্র এবং রায়হান রাফি পরিচালিত “জানোয়ার” ওয়েব ফিল্মের অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন। তবে তার মিডিয়ার যাত্রাটা শুরু হয় মূলত ২০১১ সালে দেশ টিভির দূরপাঠ নামক একটি লাইভ অনুষ্ঠানে উপস্থাপনার মাধ্যমে।
তিনি তার উপস্থাপনা এবং অভিনয় এর মধ্যে দিয়ে যেমন মানুষ এর মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন এবং ভালোবাসা অর্জন করেছেন। ঠিক তেমনি তার লেখার মাধ্যমে মন জয় করেছেন সকলের, কারন একজন বিচক্ষণ ও অভিজ্ঞ উপস্থাপন ও অভিনয় এর পাশাপাশি তিনি একজন লেখিকা, প্রতিনিয়ত দেখা যায় তিনি তার ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে কখনো প্রকৃতিকে নিয়ে, কখনো ভালোবাসা এবং বাস্তবমূলক সমাজ এর ভালো মন্দ, অন্যায় এর বিষয় গুলোও তার লেখার মাধ্যমে তুলে ধরেন। তার প্রতি লেখার প্রতিটি স্ট্যাটাস মন ছুঁয়ে যায় তার ভক্তবৃন্দসহ সকল এর।
এবার তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এক ভিন্ন কিছু প্রকাশ করলেন একটি ভিডিও বার্তা মাধ্যমে তিনি দেখালেন একজন রিক্সা চালক যার দুটো পা নেই অথচ সে রিকশা চালিয়ে সৎ উপায়ে জীবিকা অর্জন করছেন। রিকশা চালক এর এই সৎ উপার্জন এর বিষয়টি তার সোশ্যাল মিডিয়াতে তার বন্ধুগন, কলাকৌশলী, ভক্তগনের মাঝে তুলে ধরে তার ফেসবুক স্ট্যাটাসে ভিডিওর ক্যাপশনে লিখেন, Hero of the town,
তার দুটো পা নেই কিন্ত আত্মসম্মান আছে,
তিনি হাত পাতেন না, পরিশ্রম করেণ আর পরিশ্রমের টাকায় নিজের সংসার চালান।
পা ওয়ালা অথর্ব, চোর বাটপারের দল, চাইলে কিছু শিখতে পারেন তার কাছে।
পরিশেষে রিক্সা চালক এর এমন মহৎকাজে তাকে খুশী হয়ে সম্মানজানিয়ে একটি সম্মানী প্রদান করে তিনি রিকশাচালককে বলেন, ভালো লেগেছে আপনি যে এত কষ্ট করে হালাল ভাবে যে আপনি যে রুজিকরেন এটা খুব ভালো লাগলো দোয়া করি আপনি ভালো থাকেন।
Discussion about this post