নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে মার্কিন ভিসা প্রত্যাখ্যান হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (১০ জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, ‘এফ, এম অথবা জে’ শ্রেণির ভিসার জন্য আবেদনকারীদের বিগত পাঁচ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারীরা যে তথ্য দেন, তা সঠিক ও সত্য বলেই তারা আবেদন জমা দেন।
পোস্টে আরও বলা হয়, “সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে আপনার আবেদন প্রত্যাখ্যাত হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।”
Discussion about this post