নিজস্ব প্রতিবেদক:
র্যাব পরিচয়ে দুই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও লুট করে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছিল একটি মাইক্রোবাস। এর পেছনে আরেকটি মাইক্রোবাস ধাওয়া করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ফরিদপুরের নগরকান্দার চর যশোরদী ইউনিয়নের জয় বাংলার মোড়ে স্থানীয়রা গাছ ফেলে গাড়ি থামান।
মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা নিজেদের র্যাব পরিচয় দিলেও কারও গায়ে পোশাক না থাকায় সন্দেহ করে তাদের আটক করে মারধর শুরু করেন স্থানীয়রা।
এ সময় সেখানে পৌঁছায় দ্বিতীয় মাইক্রোবাসটি, যাতে ছিলেন প্রকৃত র্যাব সদস্যরা। তবে তাদের মধ্যে কয়েকজন ইউনিফর্মে না থাকায় জনতা তাদেরও ভুয়া মনে করে পিটুনি দেয়। পরে স্থানীয় থানা থেকে পুলিশ ও অতিরিক্ত র্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে উদ্ধার করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আমীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, জনতার হাত থেকে র্যাব ও ভুয়া র্যাব সদস্যদের উদ্ধার করে থানায় আনা হয়। পরে ফরিদপুর র্যাব ক্যাম্পের সদস্যরা তাদের নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার উদ্দেশে রওনা দেন।
আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুরের দিদার (২৯), গাইবান্ধার মো. সাইফুল ইসলাম (৩০), চাঁদপুরের মিন্টু গাজী (৪৫), মাদারীপুরের মো. জামিল (৩২) এবং শরীয়তপুরের স্বপন খান (৪৫)।
র্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য ও তার ভাই বিশ্বনাথ আধ্য ঢাকার তাঁতিবাজার থেকে জুয়েলারি তৈরির যন্ত্রপাতি নিয়ে বাসে করে বাড়ি ফিরছিলেন। ফরিদপুরের জয়বাংলা মোড়ে পৌঁছালে একটি মাইক্রোবাস র্যাব পরিচয়ে তাদের অপহরণ করে। পরে তাদের চোখ বেঁধে মারধর করে এবং সঙ্গে থাকা ২,৭০০ টাকা ও যন্ত্রপাতি লুট করে।
অভিযানের সময় জনতা মাইক্রোবাসটি ঘেরাও করে ভাঙচুর করে এবং অভিযুক্তদের গণপিটুনি দেয়। এ সময় কয়েকজন পালানোর চেষ্টা করলে ধরা পড়ে।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘র্যাব হেডকোয়ার্টার থেকে একটি দল ডাকাতদের ধাওয়া করছিল। স্থানীয়রা ভুল বুঝে র্যাব সদস্যদেরও মারধর করে।’
র্যাব-১০ মুন্সিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভুয়া র্যাবকে মুন্সিগঞ্জ থেকে ধাওয়া করছিলাম। পদ্মা সেতু পেরিয়ে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধরা পড়েছে।’ নিজেরাও মারধরের শিকার হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘জনগণ প্রথমে আমাদেরও ভুয়া র্যাব ভেবে ভুল করেছিল। যদিও বিষয়টি আমলযোগ্য নয়।’
Discussion about this post