নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের ৫ আগস্টের পর সারাদেশে মব সহিংসতার ঘটনা ভয়াবহভাবে বেড়ে চলেছে। বিষয়টি নিয়ে দেশের ৮০ শতাংশ মানুষ উদ্বিগ্ন—এমন তথ্য এক জরিপে উঠে এসেছে।
ভয়েস ফর রিফর্ম ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত এই সমীক্ষার ফলাফল সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভস অডিটরিয়ামে প্রকাশ করা হয়।
সমীক্ষায় দেখা যায়, নারীর নিরাপত্তা, রাতে চলাচলের নিরাপত্তা এবং পোশাক নিয়ে হয়রানি নিয়েও উল্লেখযোগ্য পরিমাণ মানুষের উদ্বেগ রয়েছে।
ফলাফলে বলা হয়, সার্বিকভাবে মব সহিংসতা নিয়ে উদ্বেগ ৮০ শতাংশ, নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ৫৬ শতাংশ, রাতে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ৬১ শতাংশ এবং পোশাক নিয়ে রাস্তায় হয়রানি নিয়ে উদ্বেগ ৬৭ শতাংশ।
জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, জনগণের সংস্কার প্রত্যাশা এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন বিষয়ে মতামত নেওয়া হয়।
Discussion about this post