স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অক্টোবরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। দুই ফরম্যাটে তিনটি করে মোট ৬টি ম্যাচ খেলা হবে।
সিরিজটি অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পর। সংযুক্ত আরব আমিরাতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আট দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এতে ১৬ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান বলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়।’
Discussion about this post