নিজস্ব প্রতিবেদক:
আগের ম্যাচে ঝড়ো শুরুর পর আউট হয়ে গিয়েছিলেন জিসান আলম। এবার দুই দফায় জীবন পেয়ে ইনিংসটিকে বড় করতে পারলেন তরুণ ওপেনার। অনেক দিন পর সামর্থ্যের ঝলক দেখালেন আফিফ হোসেন। এরপর রকিবুল হাসান ও অন্যান্য বোলারদের কার্যকর বোলিংয়ে বাংলাদেশ ‘এ’ দল প্রত্যাশিত জয় পায়।
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়া বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩০ রানে হারায়। নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে দল ২০ ওভারে ১৮৬ রান সংগ্রহ করে। জিসান আলম ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন, আফিফ হোসেন অপরাজিত ২৩ বলে ৪৮ রান করেন।
নেপাল রান তাড়ায় ১৫৪ রানে থামে। বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ৪ ওভারে ৩ উইকেট নেন। শুরুতে বাংলাদেশকে ভালো শুরু দেন মোহাম্মদ নাঈম শেখ ও জিসান। উদ্বোধনী জুটি ৬.৩ ওভারে ৬২ রান তুলে থামে।
জিসান ৩৩ বলে ফিফটি স্পর্শ করেন, তবে ২০ বছর বয়সী ব্যাটসম্যানের ইনিংস এলবিডব্লিউ হয়ে থামে। আফিফের ব্যাট থেকে আসে ধারাবাহিক বাউন্ডারি এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। নেপালের পক্ষ থেকে রকিবুলের বোলিংয়ে নিয়মিত উইকেট হারায় দল। বিপজ্জনক দুই ব্যাটসম্যান দিপেন্দ্রা সিং ঐরি ও গুলশান ঝা পরপর দুটি বলে আউট হন।
শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল ৩২ রানে জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জিসান আলম। পরের ম্যাচ রোববার পার্থ স্কর্চার্স একাডেমির বিপক্ষে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ‘এ’ দল স্কোর: ২০ ওভারে ১৮৬/৬ (নাঈম ২৫, জিসান ৭৩, আফিফ ৪৮*, সোহান ৫, অঙ্কন ৭, তোফায়েল ৫, মৃত্যুঞ্জয় ০*; রিজান ৩-০-৩৪-২, কারান ৪-০-৪৬-১, নান্দান ৪-০-৩৮-১, লামিছানে ৪-০-১৯-১, দিপেন্দ্রা ৩-০-২২-০, ভুর্তেল ২-০-১৯-০)
নেপাল স্কোর: ২০ ওভারে ১৫৪/৭ (ভুর্তেল ১২, আসিফ ২৮, লোকেশ ১৫, রোহিত ১০, মাল্লা ৫৯*, দিপেন্দ্রা ১, গুলশান ০, কারান ৬, নান্দান ১৪*; রিপন ৩-০-১৯-১, হাসান ৪-০-৩৬-২, মৃত্যুঞ্জয় ৪-০-৫১-০, রকিবুল ৪-০-১৮-৩, তোফায়েল ৩-০-২২-১, সাইফ ২-০-৮-০)
Discussion about this post