নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি আবারও বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। মঙ্গলবার রাত ১০টায় হ্রদের পানি স্পিলওয়ে দিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. কয়সুল বারী।
জানা যায়, কাপ্তাই হ্রদের বর্তমান পানির স্তর ১০৮ দশমিক ২৩ ফুট এমএসএল এ পৌঁছেছে। যা বিপদসীমার খুব কাছাকাছি। ১০৯ ফুট এমএসএল হলেই পানি বিপদসীমা অতিক্রম করবে।
নির্বাহী প্রকৌশলী মো. কয়সুল বারী বলেন, এই পরিস্থিতিতে উজান ও ভাটির এলাকায় বন্যা নিয়ন্ত্রণ এবং কাপ্তাই প্রধান বাঁধ ও স্পিলওয়ের ওপর চাপ কমাতে মঙ্গলবার রাত ১০টা থেকে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিঃসরণের কার্যক্রম শুরু করা হয়েছে। এতে করে কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।
তিনি আরও বলেন, নির্ধারিত মাত্রা অতিক্রম না করেই পানি ছাড়ার এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে হ্রদের নিরাপত্তা ও আশপাশের এলাকাগুলোর সুরক্ষা নিশ্চিত করা যায়।
Discussion about this post