নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে পুনঃসংযুক্ত করে প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
খালের পুনঃখনন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “শুভাঢ্যা খাল একসময় ছিল স্থানীয় জীবিকা ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। পুনঃখননের ফলে জলাবদ্ধতা হ্রাস, জীববৈচিত্র্য পুনরুদ্ধার এবং দূষণ কমার সম্ভাবনা তৈরি হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা খাল দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “শুভাঢ্যা খালকে আমরা আবারও প্রবাহমান করতে চাই এটাই আজকের প্রত্যাশা।”
তিনি জানান, খাল গভীর করে খনন করা হবে এবং অবৈধ দখল উচ্ছেদ করা হবে। দখল রোধে খালের পাড়ে ঢালাই ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে। “এটি শুধু একটি খাল নয়, এটি বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর সংযোগস্থল। পরিবেশগত দিক থেকে এর গুরুত্ব অনন্য” ।
অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোকাব্বির হোসেন, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল মু:হাসান-উজ-জামান,ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ এনায়েত উল্লাহ।
Discussion about this post