নিজস্ব প্রতিবেদক
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ দল। তাই এবার চট্টগ্রামে টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন কোচ ড্যারেন সামি। সেই মিশনে সাফল্যের দ্বারপ্রান্ত রয়েছে ক্যারিবিয়ানরা। টানা দুই ম্যাচ জিতে আগে সিরিজ নিশ্চিত করেছে, এবার হোয়াইটওয়াশের পালা।
শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে ঘরের হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে তৃতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচে বোলাররা নিজেদের কাজটা ভালো ভাবে করলেও ব্যাটিংয়ে সেরাটা দিতে পারেনি লিটনরা। যার ফলে জয়ে সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল।
তাই তৃতীয় ম্যাচের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে টাইগাররা। চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে ওপেনিংয়ে নিজের সেরাটা দিতে পারেননি সাইফ হাসান। প্রথম ম্যাচে ৮ এবং ৫ রান করে আউট হন সবশেষ ম্যাচে। তাই তৃতীয় ম্যাচে ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গে দেখা যেতে পারে পারভেজ ইমনকে।
ওপেনিংয়ে জায়গা হারালেও নিশ্চিতভাবেই একাদশে থাকবেন সাইফ হাসান। পরিস্থিতি অনুসারে তিন অথবা চারে দেখা যেতে পারে সাইফ ও লিটনকে। পাঁচে তাওহীদ হৃদয়ের জায়গাও নিশ্চিত। তবে আজকের ম্যাচে শামীম পাটোয়ারি অথবা জাকেরের মধ্যে একজনকে নিশ্চিতভাবেই জায়গা হারাতে হবে।
কারণ, গত দুই ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বহীন ব্যাটিংয়ে পরাজয়ে বিশেষভাবে ভূমিকা রাখেন তারা। যার ফলে সমালোচনার শিকার হচ্ছেন এই দুই ক্রিকেটার। আর দুই জনই একাদশ থেকে বাদ পড়লেও একাদশে দেখাবে নুরুল হাসান সোহানকে। প্রথম ম্যাচে ৫ রান করেছিলেন তিনি।
এ ছাড়া বোলিং লাইনে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। কারণ, দুই ম্যাচেই বোলাররা বার বার বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।
 
			 
                                









Discussion about this post