নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে উদীচী শিল্পীগোষ্ঠীর গানের মিছিল আটকে দিয়েছে পুলিশ।
রোববার(৯ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে নিজেদের কার্যালয়ের সামনে থেকে উদীচী শিল্পীগোষ্ঠী এ গানের মিছিল শুরু করে। মিছিলটি সেগুনবাগিচায় শিল্পকলা ভবনের সামনে আসতে আসতে সাধারণ মানুষের অংশগ্রহণে বড় হতে থাকে। এ সময় পুলিশ এসে মিছিল আটকাতে চেষ্টা করে।
উদীচীর শিল্পীরা তখন জানান, তাঁরা গানের মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার গেট পর্যন্ত যাবেন এবং তাঁকে গান শোনাবেন। কিছুক্ষণ তর্কবিতর্কের পর পুলিশ সাময়িকভাবে মিছিল ছাড়লেও দুই মিনিট পরই সেটি পুনরায় থামিয়ে দেওিয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে উদীচীর শিল্পী ও মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষের সঙ্গে পুলিশের তর্ক চলতে থাকে। এরই মধ্যে পুলিশের বড় একটি টিম ঘটনাস্থলে এসে হাজির হয়। ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় অতিক্রম করার পর আর মিছিলটিকে সামনে যেতে দেওয়া পুলিশ।
এ সময় সড়কে অবস্থান নিয়ে গান পরিবেশন করতে থাকেন উদীচীর শিল্পীরা। সংগঠনের সহসাধারণ সম্পাদক রহমান মুফিজ বলেন, “আমরা গানের মিছিল নিয়ে যমুনার অভিমুখে যাচ্ছিলাম। কিন্তু শেখ হাসিনা যেভাবে যেকোনো শান্তিপূর্ণ মিছিল পুলিশ দিয়ে দমন করত, বর্তমান ইউনূস সরকারও একইভাবে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। আমরা জানি না, এ সরকার কেন গানকে ভয় পায়।”
সড়কে অস্থান নিয়ে উদীচীর শিল্পীরা প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জনিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বিষয়টি বিবেচনায় না আনলে উদীচী শিল্পীগোষ্ঠী তাদের সারা দেশের কর্মীদের নিয়ে কঠোর আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়েছেন।
গানের মিছিলে অংশ নেওয়া শিল্পীদের হাতে ছিল নানা স্লোগান লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড। এর মধ্যে ছিল—‘শিক্ষায় সাম্প্রদায়িকীকরণ রুখে দাঁড়াও’, ‘আমরা চাই, হাসি-গানে মুখরিত বাংলাদেশ’, এবং ‘আর কিছু চায় না মনে গান ছাড়া’।
এর আগে একই দাবিতে ছায়ানটও গানে গানে প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল।










Discussion about this post