নিজস্ব প্রতিবেদক
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে যে এখন থেকে গ্রাহকরা ফায়ার সেফটি প্ল্যানের অনুমোদনের কপি ঘরে বসেই ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। এতদিন এ কপি সংগ্রহের জন্য সশরীরে অধিদপ্তরে যেতে হতো।
মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনসাধারণের দাপ্তরিক সেবা সহজ করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। আগে অনলাইনে শুধু আবেদন করা গেলেও ফায়ার সেফটি প্ল্যান অনুমোদনের কপি ম্যানুয়ালি পাওয়া যেত।
অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি বলেন, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং সেবায় স্বচ্ছতা আনতেই এই সুবিধা চালু করা হয়েছে। তিনি জানান, ‘অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩’ অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক, শিল্প ও বহুতল আবাসিক ভবনের জন্য ফায়ার সেফটি প্ল্যান বাধ্যতামূলক। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই অনলাইন সুবিধা গ্রাহকদের আইন মানায় উৎসাহিত করবে, ভবনের অগ্নিনিরাপত্তা জোরদার হবে এবং অগ্নিদুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পাবে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।










Discussion about this post