নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে আজও শ্রমিকদের সড়ক অবরোধ চলছে। চন্দ্রা-নবীনগর সড়কে গাজীপুর মহানগরীর জিরানী ও চক্রবর্তী এলাকায় ডরিন ফ্যাশন লিমিটেড এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ করছেন। সড়ক অবরোধের ফলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যা যাত্রীদের ও চালকদের জন্য চরম দুর্ভোগের সৃষ্টি করেছে। অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন।
শ্রমিকরা অক্টোবর মাসের বেতন দাবি করে আজও বিক্ষোভ করছেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা আজ সকালে সাড়ে ৯টা থেকে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন, যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তাদের অভিযোগ, গত আগস্ট মাসের পর থেকে তারা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না, এবং এখনো অক্টোবরের বেতন পরিশোধ করা হয়নি। বেতন না পেয়ে অনেক শ্রমিকই সংসার চালাতে কষ্ট পাচ্ছেন।
ডরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা গতকাল সোমবার থেকে তাদের কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন। ১ নভেম্বর থেকে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছিল, তবে রোববার খোলার পর আবারও ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকরা অভিযোগ করছেন, কারখানায় কোনো সমস্যা না থাকলেও কেন বন্ধ রাখা হয়েছে, তাই তারা ফের বিক্ষোভ করছেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন, ‘শ্রমিকরা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
Discussion about this post