স্পোর্টস ডেস্ক:
উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই গোলবন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কোচ পিটার জেমস বাটলারের দল মাত্র ১৯ মিনিটেই ৬ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন দাঁড়ায় ৭-০ তে।
শনিবার মিয়ানমারের ইয়াংগুনে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের নিয়মরক্ষার এই ম্যাচে অপরিবর্তিত সেরা একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। আগেই বাহরাইনকে ৭-০ এবং মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছিল আফিঈদা-ঋতুপর্ণারা।
ম্যাচের ৪ মিনিটেই গোল উৎসবের সূচনা করেন স্বপ্না রানী। এরপর গোলের স্রোত থামেনি—শামসুন্নাহার জুনিয়র করেন জোড়া গোল, একটি করে করেন মনিকা চাকমা, ঋতুপর্ণা, তহুরা খাতুন এবং ঋতুপর্ণার আরেকটি দূরপাল্লার শটে আসে সপ্তম গোলটি।
তুর্কমেনিস্তানের গোলরক্ষক বদল করেও ছন্দ ফেরাতে পারেননি প্রতিপক্ষ কোচ। বাংলাদেশের আক্রমণের তোড়ে কেবল লক্ষ্যরক্ষাই নয়, প্রতিরোধ গড়ার শক্তিও ছিল না মধ্য এশিয়ার দলটির।
বাছাই পর্বের প্রতিটি ম্যাচেই জয়ের মুখ দেখা বাংলাদেশের সামনে এখন অপেক্ষা মূলপর্বে নিজেদের সামর্থ্য প্রমাণের। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়ান কাপের আসর। এই ছন্দ ধরে রাখতে পারলে বড় মঞ্চে চমক দেখানোর সামর্থ্য যে রয়েছে, তা আজকের গোলবন্যাতেই স্পষ্ট।
Discussion about this post