কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া ও কদমতলী গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহন ও ফুটপাত থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় হাতেনাতে চাঁদা আদায়ের নগদ অর্থসহ ৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে দক্ষিণ থানা পুলিশ।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ দক্ষিণ থানার একটি চৌকস দল ৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে মোঃ মোস্তফা ওরফে স্বপন ওরফে বাতাস, মোঃ শফিক, সৈয়দ আল মামুনের কাছ থেকে চাঁদা আদায়ের সর্বমোট নগদ ১০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
আজ সকালে কেরানীগঞ্জ দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আল আমিন তালুকদার জানান ,আসামিদের আদালতে নেয়ার প্রস্তুতি চলছে।
Discussion about this post