স্পোর্টস ডেস্ক:
মিরপুর টেস্টে ইতিহাস গড়লেন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ১০০তম টেস্টে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকিয়ে এলিট ক্লাবে নাম লেখালেন তিনি। তবে শতকের পরেই সাজঘরে ফেরেন মুশফিক, যখন ম্যাথু হ্যামফ্রিসের বল কাঁধে ক্যাচ দিয়ে অ্যান্ডি বলবার্নের হাতে ধরা পড়েন।
মুশফিকের বিদায়ের পর ব্যাটিংয়ের দায়িত্ব নেওয়া লিটন দাস দুর্দান্ত এক পারফরম্যান্সে নিজেও ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি অর্জন করেছেন। লাঞ্চের আগ পর্যন্ত তিনি ১৫৮ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কা সহ এই সেঞ্চুরি পূর্ণ করেন।
লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ মিলে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩৮৭ রানে পৌঁছে গিয়েছে। প্রথম সেশনে মাত্র একজন উইকেট হারানো স্বাগতিকদের জন্য ভাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।
টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ শক্তিশালী করে তুলতে মুশফিকের সেঞ্চুরির পর লিটনের সাফল্য দলের জন্য বড় সুখবর।এখন দলের আশা থাকবে লাঞ্চের পরও বাংলাদেশ যেন শক্ত অবস্থান ধরে রাখতে পারে।









Discussion about this post