নিজস্ব প্রতিবেদক
মার্কিন শ্রমবাজারের দুর্বল তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে ফের বড় ধরনের উর্ধ্বগতি দেখা যাচ্ছে সোনার দামে। সেইসঙ্গে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে রুপার দাম।
তবে, দেশের বাজারে গত ১৬ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকরের পর এখন পর্যন্ত নতুন করে বাড়ানো হয়নি সোনা ও রুপার দাম।
ফলে, আজ বৃহস্পতিবারও (১৭ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতু দুটি।
এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তি দিয়ে সোনার দাম নতুন করে সমন্বয়ের কথা জানায় বাজুস।
সবশেষ সিদ্ধান্তে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়ায় সংগঠনটি। এর ফলে, বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে।
বাজুস জানায়, নির্ধারিত সোনার মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ধরন ও ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে।
এছাড়া, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে।
এদিকে, বিশ্ববাজারে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মার্কিন স্পট মার্কেটে সোনার দাম বেড়ে আউন্স প্রতি ৪ হাজার ৩৩৩ দশমিক ৯৫ ডলারে পৌঁছে গেছে। একই সময়ে স্পট সিলভারের দাম একদিনে ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এর প্রভাব পড়তে পারে দেশের বাজারেও।










Discussion about this post